শিশুদের জন্য নতুন অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ

লাইভ আঁকিবুঁকি
লাইভ আঁকিবুঁকি

শিশুদের জন্য তৈরি হয়েছে অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ ‘রঙঢঙ’। এটি মূলত ‘লাইভ আঁকিবুঁকি’ বইনির্ভর বিশেষ অ্যাপ। বইয়ে আঁকা ছবিটির ওপর অ্যাপটি ধরে স্ক্যান করলে ছবিটি জীবন্ত হয়ে মোবাইল স্ক্রিনে দেখা যাবে। বইটি প্রকাশ করেছে আদর্শ।

এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ‘লাইভ আঁকিবুঁকি’ বইটিতে শহীদ মিনার, বাঘ, দোয়েল, কাঁঠাল, শাপলা, ইলিশ, হাতি, প্রজাপতি, মহিষ, ঘোড়া, হারিকেন, তোতাপাখি, পালকি, কুমির, ডাকবাক্স, বেবিট্যাক্সি, সূর্যমুখী প্রভৃতির একটি রঙিন ও একটি সাদাকালো ছবি আছে। সাদাকালো ছবিতে শিশুরা রং করতে পারবে। সেটি অ্যাপের মাধ্যমে জীবন্ত দেখানো যাবে শিশুকে। বই পাওয়া যাবে adarsha.com.bd এবং রকমারিতে। অ্যাপটি পাওয়া যাবে গুগল https://play.google.com/store/apps/details?id=com.Augmeticvirus.RongDhong প্লেস্টোরে।