পেখমের আকর্ষণ

ময়ূরের লেজ বা পেখম
ময়ূরের লেজ বা পেখম

ময়ূরের লেজ বা পেখম দেখে আমরা মুগ্ধ হই। এ পেখমের সৌন্দর্য ময়ূরীর দৃষ্টি আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক বিশেষ ক্যামেরা ব্যবহার করে দেখেছেন, ময়ূর কীভাবে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে নানা কলাকৌশল অবলম্বন করে নিজ পেখমের প্রদর্শনী করে। এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি সাময়িকী। এতে বলা হয়, ময়ূরীর মনোযোগ ধরে রাখা খুবই কঠিন। এ কাজে ময়ূরের বৈচিত্র্যময় ও বর্ণিল পেখম ব্যবহূত হয়। ময়ূরী সাধারণত সঙ্গীর মাথার দিকে না তাকিয়ে পেখমের দিকেই আগে তাকায়। সংশ্লিষ্ট গবেষক জেসিকা ইয়োরজিনস্কি বলেন, ময়ূরের লম্বা পেখম অনেক সময় শিকারির চোখ ফাঁকি দেওয়ার কাজেও সফল হয়ে থাকে। বিবিসি।