হারানো অ্যানড্র্রয়েড ফোনের খোঁজ মিলবে গুগলে!

মুঠোফোন চুরি ঠেকাবে গুগল
মুঠোফোন চুরি ঠেকাবে গুগল

হারানো অ্যানড্রয়েডনির্ভর স্মার্টফোন খুঁজে পেতে সাহায্য করবে গুগল। ২ আগস্ট গুগল কর্তৃপক্ষ ‘অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজার’ নামে এ-সংক্রান্ত একটি সেবা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। সেপ্টেম্বর মাস নাগাদ গুগলের এ সেবা কার্যকর হতে পারে।
গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জিঞ্জারব্রেড বা এর পরবর্তী সংস্করণগুলোতে এ সেবা চালু হবে।
গুগল কর্তৃপক্ষ জানায়, ‘অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজার’ নামের বিনামূল্যের এ সেবা ব্যবহার করে অ্যানডয়েড স্মার্টফোনের তথ্য নিরাপদ রাখা যাবে। এ ছাড়া এ সেবার মাধ্যমে সাইলেন্ট মোডে রাখা স্মার্টফোনও শব্দ করবে।
বর্তমানে হারানো স্মার্টফোনের তথ্য ফিরে পাওয়ার সুবিধা দিতে স্মার্টফোননির্ভর বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। গুগল কর্তৃপক্ষ অ্যানড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য একটি অ্যাপ্লিকেশন আনবে।
গুগলের দাবি, স্মার্টফোন কোথাও ভুল করে রেখে গেলে বা খুঁজে না পেলে এই সেবা কাজে আসবে। পাশাপাশি চুরি হওয়া স্মার্টফোন চালু হলে স্মার্টফোনটির অবস্থান গুগল ম্যাপে শনাক্ত করা যাবে।