নতুন প্রাণীর সন্ধান

নতুন প্রাণীর সন্ধান
নতুন প্রাণীর সন্ধান

ইকুয়েডরের গভীর অরণ্যে ওলিংগুইটো নামের নতুন এক প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন কোনো মাংসাশী প্রাণীর আবিষ্কার গত ৩৫ বছরে এটিই প্র্রথম। ধারণা করা হয়, প্রাণীটি ভালুক ও বিড়ালের সংকর। প্রায় ১০০ বছর আগে বিভিন্ন জাদুঘরে এ ধরনের প্রাণীর নমুনা প্রদর্শিত হলেও এটির সঠিক পরিচয় নিয়ে বিভ্রান্তি ছিল। যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে ১০ বছরব্যাপী গবেষণা চালিয়ে ওলিংগুইটো সম্পর্কে নিশ্চিত হন বিজ্ঞানীরা। ইকুয়েডর ও কলম্বিয়া অঞ্চলের বাসিন্দা ওলিংগুইটোর নখ অনেক লম্বা। নিশাচর প্রাণীটি ফলমূল, ফুলের মধু ও পোকামাকড় খায়। স্ত্রী ওলিংগুইটো সাধারণত একবারে একটি বাচ্চার জন্ম দেয়।
ইনডিপেন্ডেন্ট।