নাইকনের নতুন ক্যামেরা

নাইকন ডি৮১০ এ
নাইকন ডি৮১০ এ

শৌখিন যে আলোকচিত্রীরা মহাকাশের ছবি তোলেন, তাঁদের কথা মাথায় রেখে নাইকন তাঁদের নতুন ডিএসএলআর ডি৮১০ এ মডেলটির ঘোষণা দিয়েছে। এই ক্যামেরায় মহাকাশের বস্তুগুলো থেকে নির্গত এইচ-আলফা তরঙ্গদৈর্ঘ্যের আলো ধারণ করতে পারে বলে তারার ছবি তোলা সহজ হয়। 
এ বছরের মে মাসে এ ক্যামেরাটি বাজারে ছাড়বে নাইকন। তবে এখনো এর দাম ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। 
নাইকন কর্তৃপক্ষ জানিয়েছে, ডি৮১০ এ ক্যামেরায় থাকছে ৩৬ দশমিক ৩ মেগাপিক্সেলের নাইকন এফএক্স-ফরম্যাট সিএমওএস সেন্সর। এই ক্যামেরার আইএসও সেনসিভিটি রেঞ্জ হবে ২০০ থেকে ১২ হাজার ৮০০, যা লো ১ (আইএসও ১০০ সমান) ও হাই ২ (আইএসও ৫১,২০০) করা যাবে। 
নতুন এ ক্যামেরার বিশেষত্ব হচ্ছে মহাকাশের নীহারিকা ধরতে পারার সক্ষমতা, যা আইআর কাট ফিল্টার নামের একটি অপটিক্যাল ফিল্টার ব্যবহার করে এইচ-আলফা তরঙ্গদৈর্ঘ্যের আলো ধারণ করতে পারে। এই ফিচারটি মহাকাশপ্রেমীদের রাতের আকাশের সুন্দর ছবি তুলতে সাহায্য করবে। 
|ক্যামেরাটিকে ম্যানুয়াল মোডে নিয়ে এর শাটারের গতি অনেক কমিয়ে আনা যায়, ফলে এক্সপোজার পাওয়ার জন্য দীর্ঘ সময় মেলে। 
নাইকন ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিরোশি তাকাসিনা এ ক্যামেরা প্রসঙ্গে জানিয়েছেন, ‘নাইকন ডি৮১০ এ নামের এই ক্যামেরার ঘোষণা দিতে পেরে আমরা রোমাঞ্চিত। উঁচু মানের হাইডেফিনেশন এই ডিএসএলআর মহাকাশপ্রেমীদের মহাকাশের সৌন্দর্য ধারণ করতে সাহায্য করবে।