চাঁদাবাজ ভাইরাস!

র্যানসমওয়্যার
র্যানসমওয়্যার

যুক্তরাজ্যের কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করে জানিয়েছেন, ‘র্যানসম’ নামের একটি ভাইরাস লাখ লাখ কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। ইন্টারনেটে দুর্বৃত্তরা মেইলে ধোঁকাবাজির মাধ্যমে এ ভাইরাসটি ছড়াতে পারে, যা একবার কম্পিউটারে ইনস্টল হয়ে গেলে কম্পিউটার লক হয়ে যায়। এ সমস্যা থেকে মুক্তির জন্য ব্যবহারকারীকে এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য বলে।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কম্পিউটারে ‘র্যানসম’ নামের স্প্যামটি ছড়ানোর আশঙ্কা রয়েছে। র্যানসম ভাইরাসটির কার্যকলাপকে বিশেষজ্ঞরা চাঁদাবাজির সঙ্গে তুলনা করেছেন। তাঁদের মতে, ধরনের র্যানসমওয়্যারের ভেতরে এক ধরনের এনক্রিপ্টর থাকে। এই এনক্রিপ্টর কম্পিউটারের হার্ডড্রাইভের তথ্যগুলো এনক্রিপ্ট করতে পারে। এরপর বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রা বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করতে বলে।

এ প্রসঙ্গে গবেষকেদের পরামর্শ হচ্ছে, স্প্যাম মেইলগুলোর অ্যাটাচমেন্টে ক্লিক না করা এবং হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার করে এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।’