সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি

সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি
সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি

ধারাবাহিকতা যেকোনো কিছুর জন্যই জরুরি। এবার সেটা আবার ফিরে এসেছে কম্পিউটার গেমস ম্যাক্স পেইন ৩-এ। ম্যাক্স পেইন ২-এর কয়েক বছর পরের ঘটনা ব্রাজিলের সাও পাওলো। ম্যাক্স এখন রডরিগো ব্রাঙ্কো এবং তার পরিবারের নিরাপত্তাকর্মীদের কর্মকর্তা হিসেবে চাকরি নিয়ে দুঃসহ অতীতকে ভুলে থাকার চেষ্টা করে। হঠাৎ একদিন রডরিগো ব্রাঙ্কোর স্ত্রী গুন্ডাদের হাতে আটক হয়। ম্যাক্সকে জড়িয়ে ফেলা হয় এ অপহরণ করার দায়ে। আর ম্যাক্সকে বলা হয় একটি ফুটবলের মাঠে মুক্তিপণ নিয়ে যেতে। সন্ত্রাসী দল ‘ক্র্যাচা প্রেতো’ তাদের মুক্তিপণের অর্থ ছিনিয়ে নিয়ে যায়। ম্যাক্স তখন সেফ হাউসে অভিযান চালায় ফ্যাবিয়ানাকে খোঁজার জন্য। কিন্তু সন্ত্রাসী দল এর আগেই ফ্যাবিয়ানাকে নিয়ে পালিয়ে যায়। আর এভাবেই এগিয়েছে গেমসের কাহিনি। পুরো গেমসটা খুব মাথা খাটিয়ে খেলতে হবে। এর পাশাপাশি প্রতিটি সূত্রকে বিবেচনা করতে হবে। গেমসের শব্দ গ্রাফিক্স বেশ মানানসই। ফলে নিজের বুদ্ধিমত্তা যাচাই করতে এখনই গেমসটি নিয়ে বসে পড়ুন কম্পিউটারের সামনে।

যা যা প্রয়োজন

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, ভিসতা, সেভেন

প্রসেসর: ইন্টেল কোর টু ডুয়ো ২.৪ গিগাহার্টজ।এএমডি অ্যাথলন ৬৪ এক্স-টু ৫২০০।

র‌্যাম: ২ গিগাবাইট

ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর

সিডি-রম ড্রাইভ: ৮ এক্স অথবা দ্রুতগতিসম্পন্ন

ভিডিও মেমোরি: ৫১২ মেগাবাইট এনভিডিয়া জিফোর্স ভিডিও কার্ড।

ডাইরেক্ট এক্স: ৯.০

হার্ডডিস্ক: ৩৫ গিগাবাইট খালি জায়গা