বিশেষঅনুদান পেল শিক্ষক ডট কম

ইন্টারনেটের প্রচার ও প্রসারের জন্য কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইন্টারনেট সোসাইটি ডট অর্গে (www.isoc.org) বিশেষ অনুদান পেয়েছে বাংলায় অনলাইনে শিক্ষাবিষয়ক সাইট শিক্ষক ডট কম (www.shikkhok.com)। এ প্রকল্পের জন্য শিক্ষক ডট কমের প্রতিষ্ঠাতা কম্পিউটার বিজ্ঞানী রাগিব হাসান সাত হাজার ৫০০ ডলারের অনুদান পেয়েছেন।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা ইন্টারনেট সোসাইটির অন্যতম লক্ষ্য ইন্টারনেটের বিকাশ ও প্রসারের মাধ্যমে বিশ্বের সর্বত্র সামাজিক উন্নয়ন ঘটানো। বাংলাদেশে ইন্টারনেট ও অফলাইনে জ্ঞান ও শিক্ষা বিস্তারের জন্য শিক্ষক ডট কম আগামী এক বছর ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ শাখার সঙ্গে কাজ করবে।
এ ব্যাপারে রাগিব হাসান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক ডট কমের অসংখ্য শিক্ষার্থীর কাছে জ্ঞান ও শিক্ষা বাংলা ভাষায় পৌঁছে দিতে এই অনুদান অনেক কাজে আসবে। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সর্বত্র জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই শিক্ষক ডট কমের নিবেদিতপ্রাণ কর্মীদের স্বপ্ন। আশা করছি, বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের নানা বিষয়ের কোর্স করতে পারব।’
উল্লেখ্য, চলতি বছর শিক্ষক ডট কম আরও তিনটি পুরস্কার পেয়েছে। এগুলো হলো গুগলের রাইজ অ্যাওয়ার্ড, ডয়চে ভেলের দ্য ববস অ্যাওয়ার্ড এবং ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড অ্যাওয়ার্ড।২০১২ সালে প্রতিষ্ঠিত শিক্ষক ডট কমের লেকচারগুলো মাত্র ১৪ মাসেই ২২ লাখ বার দেখা হয়েছে। সম্পূর্ণ বিনা মূল্যের এই সাইটের নানা কোর্সে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার। প্রতিদিন চার-পাঁচ হাজার শিক্ষার্থী এই সাইটটির ৪০টির বেশি কোর্সের মাধ্যমে শিক্ষা লাভ করেন। —নুরুন্নবী চৌধুরী