রূপচাঁদা-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব

রূপচাঁদা-প্রথম আলো ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

যৌথভাবে রানার্সআপ জাতীয় দলের আরেক ক্রিকেটার সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও অ্যাথলেট আজহারুল ইসলাম।

আর প্রথম আলোর পাঠক জরিপে বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ।

আজ সোমবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে এই তিন ক্রীড়াবিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। 

রূপচাঁদা-প্রথম আলো ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। পুরস্কার গ্রহণ করছেন সাকিব। সোনারগাঁও হোটেল, ঢাকা, ২৮ মে। ছবি: তানভীর আহাম্মেদ
রূপচাঁদা-প্রথম আলো ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। পুরস্কার গ্রহণ করছেন সাকিব। সোনারগাঁও হোটেল, ঢাকা, ২৮ মে। ছবি: তানভীর আহাম্মেদ

ক্রীড়া পুরস্কারে সবার আগ্রহের বিষয় থাকে আজীবন সম্মাননা পুরস্কার। প্রতিবছরই একজন কিংবদন্তি ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হয় এটি। এবার আজীবন সম্মাননা পেয়েছেন হকি–ব্যক্তিত্ব প্রতাপ শংকর হাজরা।

বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন শুটার অর্ণব শারার।

২০০৪ সাল থেকে শুরু হয়েছিল গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার। ২০১৪ সাল থেকে এটি হয়ে যায় রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার।