বৌদ্ধবিহারে ইফতারি বিতরণ

>টানা ছয় বছর ধরে শতাধিক রোজাদারকে পুরো রোজায় ইফতারি দেয় রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার কর্তৃপক্ষ। আশপাশের এলাকার অসহায়, দুস্থ রোজাদারদের মধ্যে প্রতিদিন এভাবে ইফতারি বিতরণ করছে বিহার কর্তৃপক্ষ। এবারও রোজাদারদের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন বিহারের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বুদ্ধপ্রিয় মহাথের। রমজান মাসজুড়ে চলবে এ কার্যক্রম। বৌদ্ধ মহাবিহার কর্তৃপক্ষ জানায়, প্রথম ২ বছর প্রতিদিন ৫০০ প্যাকেট ইফতারি দেওয়ার ব্যবস্থা ছিল। আর্থিক কারণে এবার পরিমাণটা কমানো হয়েছে। এ বছর প্রতিদিন ১৫০ জনকে ইফতারি দেওয়া হচ্ছে।
সবুজবাগের হারুন হোটেলে প্যাকেট করা হচ্ছে ইফতার সামগ্রী। প্যাকেটে দেওয়া হয় বেগুনি, পেঁয়াজি, ছোলা, জিলাপি ও মুড়ি।
সবুজবাগের হারুন হোটেলে প্যাকেট করা হচ্ছে ইফতার সামগ্রী। প্যাকেটে দেওয়া হয় বেগুনি, পেঁয়াজি, ছোলা, জিলাপি ও মুড়ি।
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মূল ফটকের ভেতরে অতীশ হলের সামনে ইফতারি বিতরণের আয়োজন চলছে। বড়সড় একটা টেবিলের ওপর ইফতারির প্যাকেট সাজানো হচ্ছে।
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মূল ফটকের ভেতরে অতীশ হলের সামনে ইফতারি বিতরণের আয়োজন চলছে। বড়সড় একটা টেবিলের ওপর ইফতারির প্যাকেট সাজানো হচ্ছে।
বৌদ্ধবিহারটিতে রমজান মাসে প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ইফতারি দেওয়া হয়। এ সময় বিশৃঙ্খলা এড়াতে ইফতার নিতে আসা মানুষের সিরিয়ালের জন্য দেওয়া হয় কার্ড।
বৌদ্ধবিহারটিতে রমজান মাসে প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ইফতারি দেওয়া হয়। এ সময় বিশৃঙ্খলা এড়াতে ইফতার নিতে আসা মানুষের সিরিয়ালের জন্য দেওয়া হয় কার্ড।
বাইরে ইফতারি নিতে আসা মানুষের ভিড়।
বাইরে ইফতারি নিতে আসা মানুষের ভিড়।
বিহারের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বুদ্ধপ্রিয় মহাথের ইফতারির প্যাকেট দিচ্ছেন।
বিহারের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বুদ্ধপ্রিয় মহাথের ইফতারির প্যাকেট দিচ্ছেন।
ইফতারি নিতে আসা ব্যক্তিরা বেশির ভাগই নারী। তবে শিশু ও পুরুষদেরও দেখা যায়।
ইফতারি নিতে আসা ব্যক্তিরা বেশির ভাগই নারী। তবে শিশু ও পুরুষদেরও দেখা যায়।