আসকের আইনি সহায়তা পেতে...

আইন ও সালিশ কেন্দ্র

করোনা সংকটে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) অনলাইনে আইন সহায়তা কার্যক্রম চালু রেখেছে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে

আপাতত সরাসরি আইন ও মনোসামাজিক সহায়তা সেবা বন্ধ রাখা হয়েছে। তবে আসক মুঠোফোনের মাধ্যমে আগ্রহী মানুষকে সহায়তা দিচ্ছে। আসকের বিদ্যমান হেল্পলাইনের (+৮৮০১৭২৪৪১৫৬৭৭) পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসক আরও তিনটি হেল্পলাইন নম্বর (+৮৮০১৭৩০৪৫০৭৫৬, +৮৮০১৭১৪০২৫০৬৭, ‍+৮৮০১৭৫৬১৮৫৭১৭) চালু করেছে।

আগ্রহী ব্যক্তিরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নম্বর ৪টির যেকোনো একটিতে ফোন দিয়ে মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত

যেকোনো সমস্যার কথা বলতে পারবেন এবং সহায়তা নিতে পারবেন।