মঞ্জুলা চেলুর : কলকাতা হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি

মঞ্জুলা চেলুর
মঞ্জুলা চেলুর

ভারতের কলকাতা হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হলেন মঞ্জুলা চেলুর। তিনি এর আগে কেরালা হাইকোর্টের ৩০তম প্রধান বিচারপতির দায়িত্বও পালন করেছেন এবং তিনিই ছিলেন কর্ণাটক হাইকোর্টের প্রথম নারী বিচারপতি। বড় বড় একাধিক মামলা পরিচালনাকারী মঞ্জুলা চেলুরের জন্ম ১৯৫৫ সালে ভারতের কর্ণাটকে। তিনি অ্যালুম সুনমাঙ্গালাম ওমেন কলেজ থেকে স্নাতক এবং রেনুকাচারিয়া আইন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। ১৯৭৭ সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিশেষ বৃত্তি পেয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে জেন্ডার এবং আইন বিষয়ে পড়াশোনা করেন। ২০১৩ সালে কর্ণকাটা স্ট্যাট ওমেন ইউনিভার্সিটি থেকে বিশেষ পিএইচডি ডিগ্রি লাভ করেন মঞ্জুলা।
বেলরিতে প্রথম নারী আইনজীবী হিসেবে কাজের শুরুটা বেশ কঠিনই ছিল মঞ্জুলা চেলুরের জন্য। সে সময়ে তিনি বেলরির আদালতে আইন উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি সিভিল এবং ক্রিমিনাল আইন বিষয়ে কাজ করেছেন। ১৯৮৮ সালে তিনি জেলা এবং সেশন বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০০ সালে তিনি কর্ণকাটা হাইকোর্টের বিচারপতির দায়িত্ব পান। এ ছাড়া তিনি কর্ণকাটা জুডিশিয়াল অ্যাকাডেমির প্রেসিডেন্ট ছাড়াও কর্ণকাটা স্ট্যাট লিগ্যাস সার্ভিস অথরিটি বিভাগে নির্বাহী চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি হওয়ার আগে দীর্ঘদিন ধরে কেরালা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির দায়িত্ব পালন শেষে ২০১২ সালে একই হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি। দীর্ঘদিন ধরে আইন পেশায় কাজ করে যাওয়া মঞ্জুলা নতুন দায়িত্বে আরও সক্রিয়ভাবে কাজ করে যেতে চান।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী, সূত্র: উইকিপিডিয়া, ইন্ডিয়া টিভি নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ড