স্কি চ্যাম্পিয়ন

সারাহ হ্যান্ড্রিকসন
সারাহ হ্যান্ড্রিকসন

এখনো টিনএজ তকমা যায়নি। তবে এরই মধ্যে সাফল্যের ঝুলিতে যুক্ত হয়েছে বিশ্বসেরা হওয়ার একাধিক গৌরব। ভালোবাসেন স্কি জাম্পিং। তাই ছোটবেলা থেকেই মনের মধ্যে লালন করে আছেন খেলাটিকে। মূলত পাহাড়ি এলাকা এবং বরফে ঢাকা পথে দুই পায়ে দুটি বিশেষ বোর্ড লাগিয়ে এগিয়ে যাওয়ার বিশেষ খেলা স্কি বিশ্বের বিভিন্ন দেশে বেশ পরিচিত। আর এ খেলাতেই সফলতা দেখালেন তরুণ স্কি জাম্পার সারাহ হ্যান্ড্রিকসন।
চলতি বছরের আন্তর্জাতিক স্কি ফেডারেশনের (এফআইএস) ওয়ার্ল্ড স্কি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নারীদের একক স্কি জাম্পিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সারাহ। ১৯৯৪ সালে সল্ট লেক সিটিতে জন্ম সারহার। পার্ক সিটি উচ্চবিদ্যালয় থেকে পড়াশোনা শেষে দ্য উইন্টার স্পোর্টস স্কুল ইন পার্ক সিটিতে ভর্তি হন। পাশাপাশি চলতে থাকে স্কি ডাইভিং প্রশিক্ষণ। বর্তমানে পার্ক সিটি নরডিক স্কি ক্লাবের সদস্য সারাহ ২০১১-১২ এফআইএস স্কি জাম্পিং ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় এককভাবে ছয়টি বিভাগে জয়ী হয়েছেন। এ ছাড়া ২০১২-১৩ সালের একই প্রতিযোগিতায় এখন পর্যন্ত চারটি বিভাগে জয়ী হয়েছেন সারাহ। সামনে অনেক লম্বা পথ, যাতে সাফল্যের সঙ্গেই এগিয়ে যেতে চান প্রত্যয়ী সারাহ হ্যান্ড্রিকসন।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: এফআইএস ওয়েবসাইট, উইকিপিডিয়া