Thank you for trying Sticky AMP!!

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ প্রধান ফটক

অনিয়মের অভিযোগ তদন্তে কাল হবে সাক্ষ্য গ্রহণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু হচ্ছে আগামীকাল বুধবার। তিন সদস্যের তদন্ত কমিটি ফরিদপুর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ তদন্তকাজ শুরু করবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাত পর্বে নির্বাচনে দায়িত্ব পালনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ করবে এ কমিটি।

নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের উদ্যোগে এ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন এখন পর্যন্ত এ নির্বাচনের গেজেট প্রকাশ করেনি।

এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার সাহাকে। সদস্যসচিব হয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মো. শায়েদুন্নবী চৌধুরী এবং সদস্য ঢাকা নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুজ্জামান তালুকদার।

Also Read: চরভদ্রাসনে ভোটার উপস্থিতি কম, একটি কেন্দ্রের ভোট বন্ধ

Also Read: জাফরউল্যার ঘোষিত নৌকার প্রার্থী সোনার নৌকা দিয়ে যোগ দিলেন নিক্সন শিবিরে

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, এ তদন্ত কমিটি সকাল সাড়ে ১০টায় ১৫ নম্বর চরভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এবং সব সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সাক্ষ্য নেবেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া সব চেয়ারম্যান প্রার্থীর সাক্ষ্য গ্রহণ করা হবে। দুপুর সাড়ে ১২টায় ১৫ নম্বর চরভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়োজিত পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের সাক্ষ্য গ্রহণ করবে। বেলা ১টায় ১৫ নম্বর চরভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ এ নির্বাচনে দায়িত্বরত সব নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ করবে। বেলা ২টায় এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করবে। বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এবং বিকেল ৪টায় ফরিদপুরের জেরা প্রশাসক ও পুলিশ সুপারের সাক্ষ্য গ্রহণ করা হবে।

Also Read: এবার কাউসারের পক্ষে ভোট চাইলেন জেলা আ.লীগের সভাপতি

১০ অক্টোবর উপজেলার ২২টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু ভোটের আগের দিন রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখার অভিযোগে ১৫ নম্বর চরভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন শুরুতেই স্থগিত করা হয়। ওই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ৫০০ জন।

এ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে তিন দফা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে চরভদ্রাসন থানায় মামলা করেছে নির্বাচন কমিশন।

Also Read: ১৪৪ ধারা ভঙ্গ করে সাংসদ নিক্সনের পক্ষে মিছিল

Also Read: হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন নিক্সন চৌধুরী