Thank you for trying Sticky AMP!!

সিংড়ায় প্রতিমন্ত্রী আসার আগের রাতে ঈগলের সব পোস্টার ছিঁড়ে নিল দুর্বৃত্তরা

এখানে আগের দিনও ঈগলের পোস্টার ছিল। আজ শনিবার সকালে নৌকা ও লাঙ্গলের পোস্টার থাকলেও ঈগলের পোস্টার গায়েব হয়ে গেছে। নাটোরের সিংড়ার একডালা বাজারে

নাটোরের সিংড়ায় পাঁচটি গ্রাম থেকে নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের ঈগল প্রতীকের টানানো সব পোস্টার লুট করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে মাইক্রোবাসে করে এসে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত উপজেলার ছাতারদীঘি ইউনিয়নে এই ঘটনা ঘটিয়েছে।

ঈগলের শিবির থেকে অভিযোগ করা হয়েছে, নৌকার প্রার্থী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আজ শনিবার ছাতারদীঘি ইউনিয়নে গণসংযোগ করছেন। তার আগের রাতে নৌকার কর্মীরা এই ইউনিয়নে ঈগলের সব পোস্টার লুট করে তাঁদের ক্ষমতার জানান দিয়েছেন।

Also Read: নাটোরে অস্ত্র দেখিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

সিংড়া থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ একটি কালো মাইক্রোবাসে ১০ থেকে ১২ জন অপরিচিত লোক ছাতারদীঘি ইউনিয়নের একডালা বাজারে এসে ঈগল প্রতীকের টানানো সব পোস্টার ছিঁড়ে নিয়ে চলে যায়। এ সময় বাজার পাহারার দায়িত্বে নিয়োজিত চারজন নৈশপ্রহরী নিষেধ করলে তাঁদের চুপ থাকতে বলে ওই দুর্বৃত্তরা। ঈগলের কর্মীরা আজ শনিবার সকালে ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁদের সব পোস্টার উধাও। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নৌকা ও লাঙ্গলের পোস্টার থাকলেও ঈগলের পোস্টার গায়েব হয়ে গেছে। শনিবার সকালে নাটোরের সিংড়ার একডালা বাজারে

একডালা বাজারের নৈশপ্রহরী শ্রী মঙ্গল প্রামাণিক বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ অপরিচিত ১০ থেকে ১২ জন লোক মাইক্রোবাস নিয়ে এসে বাজারে আসে। মাইক্রোবাস থেকে নেমে তারা ঈগলের পোস্টারগুলো কেটে ওই গাড়িতে করে নিয়ে চলে যায়। আমরা নিষেধ করলে তারা আমাদের চুপ থাকতে বলে।’

একডালা বাজারের ঈগলের কর্মী হেলাল উদ্দিন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বাড়িতে যাওয়ার আগপর্যন্ত তিনি বাজার ও বাজারের আশপাশে ঈগলের বহু পোস্টার দেখেছেন। কিন্তু সকালে এসে দেখেন, কোথাও কোনো পোস্টার নেই। পরে বাজারের লোকজনের কাছে মাইক্রোবাসে করে পোস্টার লুট করার কথা শুনেছেন। তিনি বলেন, এ ঘটনার পর সবার মাঝে বলাবলি হচ্ছে, ভোটের দিনও কি দুর্বৃত্তরা এভাবে ভোট লুট করতে আসবে?

Also Read: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঈগলের আরেক কর্মী রেন্টু মিয়া এ কাজে নৌকার কর্মীরা জড়িত দাবি করে বলেন, ‘শুক্রবার তাঁর এলাকায় যেখানে যেখানে ঈগলের পোস্টার ছিল, সেসব জায়গায় আজ নৌকার পোস্টার ঝোলানো হয়েছে। নৌকার প্রার্থী জুনাইদ আহ্‌মেদ আজ শনিবার ছাতারদীঘি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় আসবেন। তাই তাঁর নির্দেশে হয়তো তাঁর কর্মীরা ঈগলের পোস্টার লুট করে জনগণকে তাঁর ক্ষমতা বোঝাতে চেয়েছেন।’

সিংড়ার ছাতারদীঘি ইউনিয়নের পাওটা পাকিশা এলাকায় নৌকার প্রার্থী জুনাইদ আহমেদ গণসংযোগ করেন। শনিবার সকালে। আগের রাতে এই ইউনিয়নে ঈগলের সব পোস্টার সরিয়ে ফেলা হয়

নৌকার নির্বাচনী কার্যালয় থেকে শুক্রবার প্রকাশিত জুনাইদ আহ্‌মেদের সফরসূচি থেকে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি ছাতারদীঘি ইউনিয়নে গণসংযোগ করবেন। আজ সকালে তাঁকে ওই ইউনিয়নের পাওটা পাকিশা এলাকায় জনসংযোগ করতে দেখা গেছে।

Also Read: কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর নৌকার সমর্থকদের হামলা, ক্যাম্প ভাঙচুর

ঈগলের প্রার্থী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি নৌকা প্রতীকে নির্বাচন করে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। পদত্যাগ করে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করিনি। কিন্তু আমার প্রতিপক্ষ ক্ষমতার অপব্যবহার করছেন। আমি মনে করি, তাঁর ইঙ্গিতেই শুক্রবার গভীর রাতে ছাতারদীঘি ইউনিয়নে আমার পোস্টার লুট হয়েছে। তিনি ওই এলাকায় আজ গণসংযোগ করবেন বলেই হয়তো এ ঘটনা ঘটানো হয়েছে। আমি আইনের আশ্রয় নেব।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ গিয়েছেন। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা প্রথমে মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা করছি।’

নাটোর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পাবনার সহকারী জজ মোস্তফা কামাল জানান, পোস্টার উধাও হওয়ার বিষয়টি তিনি থানা-পুলিশ সূত্রে জেনেছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Also Read: হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা ও দুটি ক্যাম্প ভাঙচুর, আহত ৮