স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের এক অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা একটার দিকে সদরের আলীয়াবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম তোফাজ্জেল হোসেন ওরফে সম্রাট (৪৬)। তিনি ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ সূত্র জানায়, গত রোববার গেরদা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন সকালে এ কে আজাদের সমর্থক ও গেরদা এলাকার বাসিন্দা মেহেদী হাসান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় তোফাজ্জল হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত–আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি তোফাজ্জেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল চারটার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গেরদা আবুল ফয়েজ মজিবর রহমান উচ্চমাধ্যমিক বিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের অনুসারী গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হকের নেতৃত্বে এ কে আজাদের নির্বাচনী ক্যাম্পে হামলা চালানো হয়। ওই হামলায় তোফাজ্জেল হোসেন, হাসিবুর রহমান ওরফে জেমিসহ আরও কয়েকজন অংশ নেন। হামলাকারী ব্যক্তিরা মোটরসাইকেলে করে এসে এ কে আজাদের নির্বাচনী ক্যাম্প থেকে দুই কর্মীকে ডেকে নিয়ে লাঠিসোঁটা ও হকিস্টিক দিয়ে মারধর করেন। পরে হামলাকারী ব্যক্তিরা নির্বাচনী ওই ক্যাম্প ভাঙচুর করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগে হওয়া মামলার আসামি তোফাজ্জেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে ওই আসামিকে আদালতে পাঠানো হবে।