Thank you for trying Sticky AMP!!

চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় ৫ আসামির স্বীকারোক্তি

চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি। গত সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে

চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম ওরফে জেম (৪৮) হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতের বিচারক হুমায়ন কবীরের কাছে ১৬৪ ধারায় তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

স্বীকারোক্তি দেওয়া পাঁচ আসামি হলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক (৪২), চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া মহল্লার মাসুদ রানা (৩৮), ইব্রাহিম ওরফে দাউদ ইব্রাহিম (৩২), হুজরাপুর রেলবাগান মহল্লার শামীম রেজা (৩৫) ও প্রান্তিক পাড়া মহল্লার মিলন হোসেন (৩০)।

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা
যুবলীগের সাবেক নেতা হত্যায় অংশ নেয় ১০–১৫ জন, সংবাদ সম্মেলন করবেন সংসদ সদস্য
চাঁপাইনবাবগঞ্জে অবশেষে যুবলীগ নেতা হত্যার মামলা নিল পুলিশ, আসামির তালিকায় মেয়র

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আদালতে জবানবন্দি রেকর্ড করার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

এর আগে ১৯ এপ্রিল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খাইরুল আলম নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সহশ্রমবিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি শিবগঞ্জ পৌরসভার মর্দনা গ্রামে হলেও তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে বসবাস করতেন।

চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুল হত্যা মামলায় গ্রেপ্তার ৫
মূল হোতাদের ধরতে পুলিশের তৎপরতা নেই, অভিযোগ সংসদ সদস্যের
চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় আরও পাঁচজন গ্রেপ্তার

এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক ওরফে লিটনসহ ৪৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহত ব্যক্তির ভাই মনিরুল ইসলাম। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িও। স্বীকারোক্তি দেওয়া পাঁচ আসামি গত সোমবার থেকে তিন দিনের রিমান্ডে ছিলেন।

Also Read: চাঁপাইনবাবগঞ্জে অবশেষে যুবলীগ নেতা হত্যার মামলা নিল পুলিশ, আসামির তালিকায় মেয়র