চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুল হত্যা মামলায় গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম ওরফে জেম হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি। আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের সাবেক নেতা খাইরুল আলম ওরফে জেম (৪৮) হত্যা মামলায় কৃষক লীগ নেতাসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব আজ সোমবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ শহরের বিদিরপুর এলাকার বাসিন্দা মেসবাউল হক ওরফে টুটুল (৪২), তাঁর সহযোগী শহরের মসজিদপাড়া মহল্লার মাসুদ রানা (৩৮), একই এলাকার ইব্রাহিম ওরফে দাউদ ইব্রাহিম (৩২), হুজরাপুর রেলবাগান মহল্লার শামীম রেজা (৩৫) এবং প্রান্তিকপাড়া মহল্লার মিলন হোসেন (৩০)।

আরও পড়ুন
নিহত খাইরুল আলম
ছবি: সংগৃহীত

তবে আসামিদের কোন কোন স্থান থেকে এবং কখন গ্রেপ্তার করা হয়েছে, তা পুলিশ সুপার জানাননি। তিনি বলেন, ঘটনার পর থেকে সদর থানার পুলিশ ও ডিবি পুলিশ সদস্যদের যৌথ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডের জন্য আদালতে আবেদন জানানো হবে। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের উদ্দেশ্যসহ অনেক তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন

খাইরুল আলম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সহশ্রমবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি শিবগঞ্জ পৌরসভার মর্দনা গ্রামে। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে বসবাস করতেন।

গত বুধবার বিকেলে শহরের উদয়ন মোড়ে একটি রেস্তোরাঁয় ইফতারি কিনতে যান খাইরুল আলম। এ সময় দুর্বৃত্তরা তাঁকে রেস্তোরাঁ থেকে টেনে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। লোকজন তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানসহ ৪৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহত খাইরুল আলমের ভাই মনিরুল ইসলাম।

আরও পড়ুন