Thank you for trying Sticky AMP!!

ক্যানসার

২০৪০ সালের মধ্যে বছরে ১০ লাখ নারীর মৃত্যু হতে পারে স্তন ক্যানসারে

বিশ্বে বর্তমানে ক্যানসার–সম্পর্কিত সবচেয়ে সাধারণ রোগ স্তন ক্যানসার। ২০৪০ সালের মধ্যে বছরে ১০ লাখ নারীর মৃত্যুর কারণ হতে পারে এটি। ল্যানসেট কমিশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে প্রায় ৭৮ লাখ নারীর স্তন ক্যানসার শনাক্ত হয়েছে। ওই সময়ে এতে মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজারের মতো নারী।    

ল্যানসেট কমিশনের ধারণা, বিশ্বজুড়ে ২০২০ সালে যেখানে স্তন ক্যানসারের রোগী ছিলেন ২৩ লাখ, সেটি ২০৪০ সালের মধ্যে বেড়ে বছরে ৩০ লাখের বেশি হতে পারে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এটির প্রভাব পড়ছে অসামঞ্জস্যপূর্ণভাবে।

Also Read: স্তনে যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

কমিশন আরও বলেছে, ২০৪০ সালের মধ্যে এ রোগে বছরে মৃত্যু হবে ১০ লাখ।ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, ‘তীব্র বৈষম্য’ এবং স্তন ক্যানসারের উপসর্গজনিত দুর্দশা, হতাশা ও অর্থনৈতিক বোঝা—এসব প্রায়ই গোপন থাকছে ও অপর্যাপ্তভাবে বিবেচনায় আনা হচ্ছে।

স্তন ক্যানসারের চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু সুপারিশ তুলে ধরে কমিশন বলেছে, গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রোগী ও স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে আরও ভালো যোগাযোগ রোগীর জীবনমান, শারীরিক অবস্থা, থেরাপির কার্যকারিতা ও ইতিবাচকভাবে বেঁচে থাকার মতো ক্ষেত্রগুলোর উন্নয়ন ঘটাতে পারে।

স্তন ক্যানসারের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু সুপারিশ তুলে ধরে কমিশন বলেছে, গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে রোগী ও স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে আরও ভালো যোগাযোগ রোগীর জীবনমান, শারীরিক অবস্থা, থেরাপির কার্যকারিতা ও ইতিবাচকভাবে বেঁচে থাকার মতো ক্ষেত্রগুলোর উন্নয়ন ঘটাতে পারে।

যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের রেশমা জাগসি বলেন, ঐতিহাসিকভাবে নারীর মৌলিক মানবাধিকার সব দিক থেকেই পুরুষের চেয়ে কম গুরুত্ব পেয়ে আসছে।

Also Read: স্তন ক্যানসার নিয়ে লজ্জা-শঙ্কা-ভয় দূর করতে হবে

এ অবস্থায় স্তন ক্যানসার মোকাবিলায় প্রত্যেক স্বাস্থ্যসেবা পেশাজীবীর উচিত যোগাযোগ দক্ষতাসংশ্লিষ্ট কোনো না কোনো ধরনের প্রশিক্ষণ নেওয়া। রোগী ও স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে যোগাযোগের মানোন্নয়ন দৃশ্যত সাধারণ ঘটনা হলেও, স্তন ক্যানসার ব্যবস্থাপনায় নেওয়া নির্দিষ্ট পদক্ষেপকে ছাপিয়ে তা গভীর ইতিবাচক প্রভাব রাখতে পারে।

Also Read: স্তন ক্যানসার প্রতিরোধে কী খাবেন

Also Read: দ্রুত শনাক্ত করা গেলে স্তন ক্যানসার নিরাময় সম্ভব