এই বাংলায় সবাই মাঝি

এই বাংলায় সবাই মাঝি, সবাই মাঝির বেটা। বাংলাদেশে মাঝি বিনে অন্য আছে কেটা।
চারিদিকে জল। নদী যেন ভালো। রাজা শক্তি সাহস বল, দিয়ে যাচ্ছে প্রতিদিন। নদীর কাছে ঋণ, কার নেই বাংলায়। বাউল যে গান গায়—কই পেল সুর। নদীই তো শিখিয়েছে জীবনের ভাঙচুর। ভেঙে ভেঙে গড়া। ঢেউ যেন ঢেউ নয় বাস্তবপরা।
এই ভূমি বড় কোনো ভেসে থাকা মাছ। চারিদিকে জল যেন কোন জাদু-কাচ। উপমায় মাঝি আসে জলে ভেসে ভেসে। বর্ষায় সকলেই মাঝি এই দেশে।