লিখিনি প্রেমের কবিতা

চল্লিশ বছর পর মনে হলো একটাও কবিতা

লিখতে পারিনি আজও, কী কঠিন এই মায়াপথ!

আমার বন্ধুরা যারা কবিগুণে অনেক ওপরে

উহাদের কাছে আমি অতি নস্যি, বড়ই মলিন

ওদের ক্ষমতা-খ্যাতি ধরে রাখে এমন নীলিমা

আমার আকাশে নেই;...শব্দে-ছন্দে কী সফল তারা!

হৃদয়ের কুয়াশাকে নিরঙ্কুশ বিদায় জানাতে

রূপসী ঘুমের ঘোরে পাঠ করে প্রিয় কবিদের

গোপন চুমুর গাথা, অন্তরঙ্গ কামনার লিপি।

উপেক্ষার অন্ধকারে কী নিঃসঙ্গ আমার বাগান!

আমার হলো না লেখা আর কোনো নতুন কবিতা।

বরং আসুন সবে এক স্বরে চোখ বন্ধ করে

পড়ি সব খ্যাতিবাজ দীপ্তিমান কবির কবিতা:

কী হবে বিনিদ্র জেগে যদি না পেলাম আরাধ্যাকে,

যার জন্য জন্ম থেকে বসে আছি প্রেমের খাঁচায়।

কোথায় উড়াল দেব! বাতাসের দখল এখন

কতিপয় চণ্ডীদাস চুপিসারে হাতিয়ে নিয়েছে,

বৃন্দাবনী গোপিনীরা সাপিনীর যমজ সতিন—

আমার হলো না লেখা কালজয়ী প্রেমের কবিতা।