থেমে থেমে বৃষ্টি হতে পারে আজ

বিকেলের এক পশলা বৃষ্টিতে স্বস্তি নগরজীবনে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ছবি: প্রথম আলো
বিকেলের এক পশলা বৃষ্টিতে স্বস্তি নগরজীবনে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ছবি: প্রথম আলো
>
  • ১২–১৩ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি ওডিশা–অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে
  • নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি হতে পারে
  • বৃষ্টির পরপরই তাপমাত্রা কমতে শুরু করবে, শীতের অনুভূতি বাড়তে থাকবে
  • নভেম্বরের মধ্যে পুরোপুরি শীতকাল শুরু হয়ে যেতে পারে

বঙ্গোপসাগরে উঁকিঝুঁকি দিচ্ছে নিম্নচাপ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। দুই দিনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আজ থেমে থেমে বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ১২ থেকে ১৩ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি ভারতের ওডিশা ও অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় ব্যাপক বৃষ্টি হতে পারে। এর পরপরই তাপমাত্রা কমতে শুরু করবে। আর শীতের অনুভূতি বাড়তে থাকবে। নভেম্বরের মধ্যে পুরোপুরি শীতকাল শুরু হয়ে যেতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতাসহ অন্যান্য অনুঘটক বিশ্লেষণ করে দেখা গেছে, আগামী দুই-এক দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাব আগামী তিন-চার দিনের মধ্যে বাংলাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, গত দুই দিনে দেশের বেশির ভাগ এলাকার গড় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সপ্তাহের শুরুতে দেশের বেশির ভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ছিল ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মাসের শুরুর দিকে তাপমাত্রা বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছিল। এই তাপমাত্রা ধারাবাহিকভাবে কমতে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রাজধানীতে প্রায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সবখানে বৃষ্টি হয়নি। দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ময়মনসিংহে, ২১ মিলিমিটার। আজ রোববারও দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।