কাদেরকে দেখতে দেবী শেঠি ঢাকায়

ওবায়দুল কাদের, দেবী শেঠি।
ওবায়দুল কাদের, দেবী শেঠি।

গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে ঢাকায় এসেছেন ভারতের নামকরা হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

আজ সোমবার দুপুর ১২টার দিকে দেবী শেঠি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছান।

পরে বিএসএমএমইউ হাসপাতালের প্রিভেন্টিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজির প্রধান অধ্যাপক হারিসুল হক বলেন, দেবী শেঠি এসেছেন। তিনি ওবায়দুল কাদেরকে দেখবেন। তাঁর মতামত জানাবেন।

গতকাল রোববার ভোরে হঠাৎ শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এরপর তাঁকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

ওবায়দুল কাদেরকে দেখতে গতকাল রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর থেকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন। ওবায়দুল কাদেরকে দেখার পর দুই দেশের চিকিৎসকেরা জানান, তিনি এখনো শঙ্কামুক্ত নন। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আপাতত দেশেই তাঁর চিকিৎসা চলবে। প্রয়োজন হলে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ সকালে জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন তাঁর জন্য গঠিত নিয়মিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

চিকিৎসকদের বরাত দিয়ে হানিফ বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালোর দিকে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তাঁর আশা।

আরও পড়ুন: