ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার নম্বরবন্টন

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৩ শিক্ষাবর্ষে ইবতেদায়ী শিক্ষা সমাপনী (৫ম শ্রেণী) পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন।

n বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:

৩. বাংলা: পূর্ণ নম্বর-১০০

১. গদ্যাংশ ও পদ্যাংশ থেকে ১৪টি সঠিক উত্তর বাছাই প্রশ্ন থাকবে। ১০টি সঠিক উত্তর লিখন ১´১০ = ১০

২. ১০টি শব্দের অর্থ লিখন                   ১´১০ = ১০

৩. একটি কবিতার প্রথম ৮ লাইন মুখস্থ লিখন             ৫

৪. একটি কবিতার সারমর্ম লিখন                        ৫

৫. গদ্যাংশ থেকে ২টি রচনামূলক প্রশ্ন থাকবে। ১টি উত্তর লিখন        

                                            ১০´১ = ১০

৬. পদ্যাংশ থেকে ২টি রচনামূলক প্রশ্ন থাকবে। ১টি উত্তর লিখন                  

                                            ১০´১ = ১০

৭. পদ্যাংশ থেকে ২টি উদ্ধৃতি থাকবে। ১টি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লিখন        ৫´১ = ৫

৮. ৮টি শব্দ উল্লেখ থাকবে। যেকোনো ৫টি শব্দ দ্বারা বাক্য গঠন        

                                             ২´৫ = ১০

৯. ৫টি বাক্যের শূন্যস্থান পূরণ                   ১´৫ = ৫

১০. ব্যাকরণগত ৬টি প্রশ্ন থাকবে। ৪টি উত্তর লিখন ৫´৪ = ২০

১১. প্রচন্ধ রচনা: ৪টির মধ্যে ১টি।            ১০´১ = ১০

                                                    ১০০

4. English : Total Marks-100

A. Text   :  60

B. Grammar     :         40

A-Text: 60

1. Read the given text and answer following questions     

(a) Multiple choice questions/fill in the blanks          1´5 = 5

(b) True or false/Matching       1´5=5

(c) Answering questions: 3 out of 5 5´3=15

2. Word Meaning: 10 out of 12 1´10=10

3. Making sentence from substitution table    2´5=10

4. Make sentence with given words: 5 out of 7.       1´5=5

5. Write 8 lines of a mentioned poem by heart              10

                                                     60

B. Grammar : 40

6. Answering questions : 3 out of 5 5´3 = 15

7. Translate into English : 5 out of 7 1´5 = 5

8. Paragraph writing                         5

9. Letter or application writing          5

10. Essay writing                           10

                                                     40

n আগামীকাল ছাপা হবে-গনিত, সমাজ ও বিজ্ঞান বিষয়ের নম্বরবন্টন।:n:

size:�Rp;���B�font-size: 10.0pt;font-family:"Sulekha Sundar";mso-bidi-font-family:SolaimanLipi'>. নারীর অধিকার আদায়

খ. নারীকে শৃঙ্খল থেকে মুক্তি

গ. নারী-পুরুষের সাম্য

ঘ. নারীকে পুরুষের সমান ভাবা

২৮. মাত্রাবৃত্ত ছন্দের আঙ্গিকে রচিত নজরুলের কবিতা নিচের কোনটি?

ক. দেশ খ. নদীর স্বপ্ন গ. প্রার্থী ঘ. নারী

২৯. নারী কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?

ক. নারীকে পর্দায় রাখা

খ. নারীকে শাসন করা

গ. নারীর প্রতি সহায়ক হওয়া

ঘ. নারীকে শ্রদ্ধা করা

৩০. নারী কবিতায় ফুটে উঠেছে আমাদের সমাজের কোন দিকটি?

ক. নারীর প্রতি পুরুষের সমদৃষ্টি

খ. পুরুষের প্রতি নারীর করুণা

গ. নারী ও পুরুষের সমতা বিধান

ঘ. নারী সমাজের অঙ্গ।

n আবার আসিব ফিরে

১. বনলতা সেন কোন ধরনের রচনা?

ক. নাটক খ. প্রবন্ধ

গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ

২. জীবনানন্দ দাশ কোথায় মারা যান?

ক. ঢাকায় খ. বরিশালে

গ. নদীয়ায় ঘ. কলকাতায়

৩. রূপসা কিসের নাম?

ক. নদীর খ. শহরের গ. গ্রামের ঘ. হাঁসের

৪. আবার আসিব ফিরে কবিতায়কে খইয়ের ধান ছড়াচ্ছে?

ক. কিশোর খ. কিশোরী

গ. শিশু ঘ. বধূ।

বাংলা ১ম পত্র: সঠিক উত্তর

নারী: ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. গ।

আবার আসিব ফিরে: ১. ঘ ২. ঘ ৩. ক ৪. গ।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল