বিক্রি হচ্ছে পাটি, দড়ি, খাইট্টা

পবিত্র ঈদুল আজহার আগমুহূর্তে চট্টগ্রাম নগরের অলিগলিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আর হাট ঘিরে জমে উঠেছে আনুষঙ্গিক নানা জিনিসের বেচাকেনাও। কেউ পশুর খাবারের পসরা নিয়ে বসেছেন। কেউবা বিক্রি করছেন পাটি, দড়ি, কেউবা পশুকে সাজানোর নানা জিনিস। হাতের নাগালে দরকারি এসব জিনিস পেয়ে খুশি ক্রেতারাও। কোরবানির পশুর হাটে আনুষঙ্গিক নানা জিনিসের বেচাকেনা নিয়ে এই ছবির গল্প—

১ / ৮
দেখেশুনে পাটি কিনছেন এক ক্রেতা
২ / ৮
পসরা বসেছে পশুকে সাজানোর নানা জিনিসের
৩ / ৮
কোরবানির পশুকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন একজন
৪ / ৮
বিক্রি জন্য রাখা হয়েছে খাইট্টা
৫ / ৮
পথের ধারে বিক্রি করা হচ্ছে খাইট্টা
৬ / ৮
হাতের নাগালে পাওয়া যাচ্ছে পশুকে খাওয়ানোর শুকনো খড়
৭ / ৮
কোরবানির পশুর জন্য খাবার কিনছেন একজন
৮ / ৮
পাটি কিনে মোটরসাইকেল পেছনে নিয়ে যাচ্ছেন একজন