ওয়ার্ল্ড লিটারেচার টুডের অ্যাপেক্স পুরস্কার লাভ

অ্যাপেক্স পুরস্কার
অ্যাপেক্স পুরস্কার

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা থেকে প্রকাশিত সাহিত্যবিষয়ক ম্যাগাজিন ওয়ার্ল্ড লিটারেচার টুডে এই বছর সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালের অ্যাপেক্স পুরস্কারে ভূষিত হয়েছে। সাধারণত প্রকাশনা, জনসংযোগ ও গণযোগাযোগে অবদানের জন্য প্রতিবছর ভার্জিনিয়া থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রকাশনা বিভাগের পুরস্কারের পূর্ণ শিরোনাম ‘অ্যাপেক্স অ্যাওয়ার্ড ফর পাবলিকেশন এক্সিলেন্স’। ওয়ার্ল্ড লিটারেচার টুডে পুরস্কৃত হলো এই আয়োজনের ত্রিশতম বছরে। ম্যাগাজিনটি এর আগে ২০০৮, ২০১১ ও ২০১২ সালে এই বিরল সম্মান অর্জন করে। ওয়ার্ল্ড লিটারেচার টুডে প্রকাশিত হয় ১৯২৭ সালে। তখন থেকেই পত্রিকাটি সাহিত্যবিষয়ক বিভিন্ন আয়োজন করে নন্দিত ও আলোচিত হয়ে আসছে।

সূত্র: ওয়ার্ল্ড লিটারেচার টুডে