নিরাপদ জীবন সবার অধিকার

সন্তানের কাছে মায়ের কোল যেমন সবচেয়ে নিরাপদ স্থান, তেমনি একজন মানুষের জন্য তার নিজের দেশ বা রাষ্ট্র সবচেয়ে নিরাপদ স্থান। কিন্তু বর্তমানে আমাদের দেশের সার্বিক যে পরিস্থিতি, তাতে আমরা কেউ নিরাপদ বোধ করি না। দেশে প্রতিদিন খুন, ধর্ষণ ঘটেই চলেছে। ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারকারীদের উৎপাত তো আছেই। আবার সড়ক দুর্ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ড আমাদের নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তুলেছে।
সবচেয়ে বড় কথা হলো এসব অপরাধ সংঘটনকারীরা দিব্যি পার পেয়ে যাচ্ছে। দেশে যেন বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে। একটি হত্যাকাণ্ড ঘটার পর দীর্ঘদিন পার হলেও খুনিদের কেউ ধরা পড়ে না। ধরা পড়লেও রাজনৈতিক অথবা আর্থিক ক্ষমতার প্রভাবে বেরিয়ে যায়। এভাবে চলতে থাকলে এ দেশ একদিন অপরাধকারীদের অভয়ারণ্য হয়ে যাবে, তখন আর এটি রাষ্ট্র থাকবে না, কিছু গোষ্ঠীর হাতে চলে যাবে পুরো দেশ। এ সমস্যার আশু সমাধান প্রয়োজন।
জান্নাত রোশনি
শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।