করোনার প্রভাব সারা বিশ্বের মতো বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর নানাভাবে প্রভাব ফেলছিল। তবে আশার কথা হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংকট পার করে আবার নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এর মধ্যে যাঁরা উচ্চমাধ্যমিক পর্যায়ে কৃতকার্য হয়েছেন, তাঁরা প্রায় সবাই পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উন্মুখ হয়ে আছেন।
কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো শহরের বিভিন্ন প্রান্তে থাকার কারণে সরাসরি তাঁর পছন্দের ক্যাম্পাসে গিয়ে ভর্তির তথ্য সংগ্রহ করতে বেশ সমস্যা হচ্ছে। অন্যদিকে অভিভাবকেরা ভর্তির তথ্য নিয়ে পড়েছেন নানা দুশ্চিন্তায়। যেমন ভর্তিপ্রক্রিয়া, খরচ কেমন, কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় ভালো, বিদেশের বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার ইত্যাদি নিয়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব খবর একই স্থান থেকে পৌঁছে দেওয়ার জন্য প্রথম আলো আয়োজন করছে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব’। এই আয়োজন আগামী ২৩–২৪ জুলাই দুই দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে।
তারিখ | সময় | সেমিনারের নাম |
---|---|---|
২৩ জুলাই ২০২৩ | বেলা ১১টা – ১টা | বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় চ্যালেঞ্জ ও উত্তরণ |
২৩ জুলাই ২০২৩ | বেলা ২টা – বিকেল ৪টা | কী, কেন, কোথায় পড়ব? |
২৩ জুলাই ২০২৩ | বিকেল ৪টা – ৬টা | দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা |