Agri Award Agri Award

‘কৃষকের সাফল্যে সমৃদ্ধ বাংলাদেশ’

কৃষি খাতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। ধান, গম ও ভুট্টা চাষে বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। তারুণ্যের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে কৃষি এবং বাংলাদেশের কৃষির নেতৃত্বে তরুণেরাও এগিয়ে আসছেন। স্বাধীনতার পর যাঁদের হাত ধরে খাদ্য উৎপাদন বেড়েছে চার গুণ, মাছ উৎপাদন সাত গুণ, যাঁদের সন্ধানী চোখ খুঁজে ফেরে নতুন জাতের ফসল ও নতুন উপায়ে মাছ চাষের পদ্ধতি, সেই কৃষক, উদ্যোক্তা ও কৃষিবিজ্ঞানীদের সম্মাননা দিতে আবারও শুরু হচ্ছে ‘সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪’।

উদ্দেশ্য

  • কৃষি খাতে সম্পৃক্ত ব্যক্তিদের উৎসাহ প্রদান
  • কৃষিসংক্রান্ত উদ্ভাবন ও গবেষণার কাজে আগ্রহ তৈরি করা
  • স্থানীয় ও টেকসই কৃষিপ্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন ও বিকাশে সহায়তা করা
  • কৃষিবিষয়ক গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে ও জনসেবায় ব্যবহার ও প্রচার
  • তরুণদের কৃষি খাতে সম্পৃক্ততা বাড়াতে উদ্দীপনা তৈরি করা
  • কৃষির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ দেওয়া

ক্যাটাগরি

  • আজীবন কৃষি সম্মাননা (ব্যক্তি/সংগঠন/প্রতিষ্ঠান)
    কৃষিক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং কৃষি ও কৃষক উন্নয়নে নিরলস ভূমিকা রাখছেন, এমন ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হবে।
  • সেরা কৃষি উদ্ভাবন
    কৃষি ও কৃষি খাত–সংশ্লিষ্ট উল্লেখযোগ্য চাষপ্রক্রিয়া আবিষ্কার ও উদ্ভাবন করেছেন, এমন ব্যক্তি বা দলকে সম্মাননা দেওয়া হবে।
  • কৃষিতে সেরা নারী
    কৃষিক্ষেত্রে অবদান রাখছেন এমন একজন নারীকে সম্মাননা দেওয়া হবে।
  • সেরা কৃষি উদ্যোক্তা (ফলমূল বাগান/পোলট্রি/মৎস্য/গবাদিপশু)
    ব্যক্তিপর্যায়ে ফলমূল বাগান প্রতিষ্ঠায়, পোলট্রি খামার প্রতিষ্ঠায়, মৎস্য চাষে বা গবাদিপশুর খামার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখছেন এমন একজন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে।
  • সেরা কৃষি ব্র্যান্ড
    আমাদের দেশের স্থানীয় কৃষি ব্র্যান্ড (যেমন কুষ্টিয়ার ব্ল্যাক বেঙ্গল ছাগল, চট্টগ্রামের রেড কাউ ও সাতক্ষীরার চিংড়ি) প্রতিষ্ঠা করেছেন, এমন ব্যক্তি বা দলকে সম্মাননা দেওয়া হবে।
  • সেরা নগরকৃষি (বাসা/ছাদ)
    নগরজীবনে ব্যক্তিপর্যায়ে বাসা/ছাদকৃষি ও শহরে উদ্যান প্রতিষ্ঠায় অবদান রেখেছেন, এমন একজন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে।

নিয়মাবলি

  • আপনার এলাকার বা পরিচিত কৃষক/খামারি/গবেষককে আপনি মনোনয়ন দিতে পারবেন। পাশাপাশি নিজেও আবেদন করতে পারবেন।
  • আপনার অথবা আপনার মনোনীত কৃষকের নাম, ঠিকানা, মুঠোফোন নম্বর ও অর্জন পাঠিয়ে দিন ই–মেইলে ([email protected]) এবং চিঠিযোগে: সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪, প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
  • অনলাইনে নির্দিষ্ট ফরমেও আবেদন করা যাবে এবং পিডিএফ ফরম ডাউনলোড করে পূরণ করে ডাকযোগে পাঠাতে পারবেন। এ ছাড়া ফরমটি ডাউনলোড করে ফটোকপি কিংবা ওয়ার্ড ফাইলে ফরমের নির্দিষ্ট তথ্য লিখে চিঠিযোগে অথবা ই-মেইলে পাঠানো যাবে।
  • মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৪।
  • মনোনয়নদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জনকে পুরস্কার প্রদান করা হবে।

সংবাদ

ভিডিও

যোগাযোগ

‘সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪’ আয়োজনের যেকোনো ধরনের তথ্য জানতে যোগাযোগের ঠিকানা: সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪, প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ । ফোন: ৫৫০১৩৪৩০–৩৩ (এক্সটেনশন নম্বর–৫)। মুঠোফোন: ০১৪০৪–৪৪০০৫০ (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)।