আলোবন্ধুর গান

বাংলাদেশের মানুষ আমরা

আলো ভালবাসি,

পুব জানালায় নূপুর বাজে

সূর্য ফোটায় হাসি।

সূর্য ওঠে আঁধার পালায়,

গানের কোরাস পাখির গলায়,

আলো মানে আশার খবর,

স্বপ্ন রাশি রাশি।

সূর্যটাকে ফোটায় কারা,

আলোর হাতে নাড়ায় কড়া

কোন সে আলোর হাত

বাংলাদেশের জনপদে

কী বরষায় কিংবা রোদে,

মেঘ সরিয়ে প্রথম আলো

বলছে সুপ্রভাত।

আলোর পাখি ভালোর সাথি

আলোর ফেরিওয়ালা

তোমরা আমার আশার বাতি

গলায় আলোর মালা।

তোমরা আমার মায়ের ছেলে

বন্ধু আমার ভাই

প্রথম আলোর জন্মদিনে

তোমার স্তব গাই।