জীবনসংগ্রামী এনামুল পথ দেখিয়েছেন

এনামুল হক

বড়ই সংগ্রামী জীবন এনামুল হকের। এখন তাঁর বয়স প্রায় ৪২ বছর। ১৯৯৫ সালে এসএসসি পাস করে গ্রামের বাড়ি ফেনীর ফরহাদনগর থেকে ঢাকা এসেছিলেন। উচ্চমাধ্যমিকে ভর্তি হন ঢাকা সিটি কলেজের বাণিজ্য বিভাগে। পড়ালেখা, থাকা–খাওয়ার খরচ মেটানোর জন্য শুরু করেন সংবাদপত্র বিক্রির কাজ। বড় ভাই সিরাজুল হক ছিলেন হকার সমিতির পরিচালক। তিনিই ব্যবসার পথ দেখিয়ে দিয়েছিলেন।

এনামুল হক বাণিজ্যে স্নাতক ডিগ্রি নিয়েছেন। পাশাপাশি সংবাদপত্র বিক্রির কাজটিও চালিয়ে গেছেন। ধীরে ধীরে তাঁর ব্যবসা বড় হয়েছে। রামপুরা এলাকায় সংবাদপত্র বিক্রির এজেন্সি নিয়েছেন। রামপুরা ও বনশ্রী এলাকায় একাধিক সংবাদপত্র বিক্রির দোকান করেছেন। বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়মিত বাঁধা গ্রাহকদের কাছে ভোরে কাগজ পৌঁছে দেওয়ার জন্য অনেক তরুণকে নিয়োগ করেছেন। 

নিজের সংগ্রামী জীবনের কথা স্মরণে রেখে তিনি চেষ্টা করেন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এ কাজে নিয়োগ দিতে। সাধারণত যাঁরা এজেন্টদের কাগজ বাঁধা গ্রাহকদের কাছে বিলি করার জন্য কাজ নেন, তাঁরা কাগজ বিক্রির কমিশন পান না। মাসিক দুই থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা বেতন পান। এনামুল হক তাঁর নিয়োগ করা তরুণদের বেতনের পাশাপাশি কাগজের একটা কমিশনও দিয়ে থাকেন। ফলে তাঁদের আয় ৫ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত হয় প্রতি মাসে।

এনামুল হকের সঙ্গে কথা হলো রামপুরার ওয়াপদা লিংক রোডে তাঁর ভাড়া বাসায়। তিনি জানান, তাঁর বাঁধা গ্রাহকই ছিল প্রায় চার হাজার। করোনার পরে কমে এখন আড়াই হাজারে নেমেছে। কর্মী আছেন ১০ জনের মতো। মানবিক কারণে কাউকে বাদ দিতে পারছেন না। এদিকে নিজের সংসার, দুই ছেলের পড়ার খরচ। বেশ কঠিন হয়ে যাচ্ছে এখন। ফলে অন্যদিকে ব্যবসা বাড়াতে হয়েছে। রামপুরা বাজারে মনিহারি দোকান দিয়েছেন। অনেকটা সময় দিতে হচ্ছে সেখানে।

এনামুল হক জানান, স্নাতক পাস করার পর তিনি গণপূর্ত বিভাগের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী হিসাবরক্ষকের সরকারি চাকরি পেয়েছিলেন। তখন ওই পদের বেতনস্কেল ছিল ১ হাজার ৭৫০ টাকা, মোট বেতন ৩ হাজার ৬০৫ টাকা। কিন্তু সংবাদপত্রের ব্যবসায় তখন তাঁর মাসিক আয় ওই বেতনের প্রায় তিন গুণ বেশি। সে কারণে আর চাকরিতে যাননি। এ নিয়ে অবশ্য এত দিন তাঁর কোনো আক্ষেপও ছিল না। এখন করোনার দুর্যোগে পড়ে ব্যবসায় যে ধস নেমেছে, তাতে তাঁর মনে হয় সে সময় চাকরিতে যোগ দিলেই হয়তো ভালো হতো।

তবে এনামুল হকের মনে একটি পরিতৃপ্তি আছে যে তিনি তাঁর মতোই কিছু সংগ্রামী তরুণকে পথ দেখিয়েছেন। সহায়তা করতে পেরেছেন।