প্রথম আলো মানুষ গড়ার কারিগর

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দেশের ১০টি স্থানে সুধী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জে ছবি আঁকার আয়োজন করা হয়। এ ছবি আঁকার দৃশ্য ঘুরে দেখছেন অনুষ্ঠানের অতিথিরা
ছবি: প্রথম আলো

প্রথম আলো শুধু একটি পত্রিকা না। প্রথম আলো মানুষ গড়ার কারিগর। সমাজের নিপীড়িত–নির্যাতিত মানুষের দুর্দশার কথা তুলে ধরে প্রথম আলো। নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রথম আলো এগিয়ে যাচ্ছে। প্রথম আলো নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে পাঠককে তথ্যের চাহিদা মেটায়।

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার দেশের ১০টি স্থানে সুধী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশিষ্টজন, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিসেবীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সত্য প্রকাশে নির্ভীক

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলনকক্ষে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রীতিসম্মেলনে অতিথিরা বলেন, প্রথম আলো সত্য প্রকাশে নির্ভীক। নানা চাপ উপেক্ষা করে পত্রিকাটি সত্য প্রকাশ করে। নিপীড়িত মানুষের দুর্দশার কথা তুলে ধরে পত্রিকাটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক প্রতাপচন্দ্র বিশ্বাস, জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেয়ারা, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন প্রমুখ বক্তব্য দেন।

ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে পাঠক ও শুভানুধ্যায়ীদের নিয়ে ময়মনসিংহের বাদ্যযন্ত্রের সংগ্রহশালা এশিয়ান মিউজিক মিউজিয়ামে রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়। স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসান। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, কবি শামসুল ফয়েজ, ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, ময়মনসিংহ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

ময়মনসিংহে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়
ছবি: প্রথম আলো

জনস্বার্থকে গুরুত্ব দেয়

প্রতিষ্ঠার পর থেকেই প্রথম আলো জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে বলে মনে করেন মাগুরায় রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশের অতিথিরা। তাঁরা বলেন, প্রথম আলো শুধু সাংবাদিকতাই করে না, নানা রকম প্রকাশনার সঙ্গেও যুক্ত। এর মাধ্যমে পত্রিকাটি পাঠকদের সৃজনশীল হতে সহায়তা করে।

মাগুরা শহরের এশিয়া কলেজ রোডের রংধনু পার্কে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান। বক্তব্য দেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রধান আবু সাঈদ মোল্যা, মাগুরা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, সামাজিক সংগঠন সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা প্রমুখ।

হবিগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়। তরুণ চিত্রশিল্পীরা প্রথম আলোর নানা কার্যক্রম নিয়ে ছবি আঁকেন। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ, লেখক ও কবি তাহমিনা বেগম উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়
ছবি: প্রথম আলো

বৃহত্তম মানবিক প্রতিষ্ঠান

প্রথম আলোকে দেশের বৃহত্তম মানবিক প্রতিষ্ঠান উল্লেখ করে ঝালকাঠিতে রজতজয়ন্তীর অনুষ্ঠানে বক্তারা বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রথম আলো অনেক মানবিক কাজ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই পত্রিকাটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।

রজতজয়ন্তী উপলক্ষে ঝালকাঠি প্রেসক্লাবের সম্মেলনকক্ষে সুধী সমাবেশের আয়োজন করে ঝালকাঠি বন্ধুসভা। অনুষ্ঠানে সনাকের জেলা সভাপতি কামরুন্নেছা আজাদ, পরিবেশবন্ধু সামসুল হক, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান।

বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে বন্ধুসভার সহযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। বক্তব্য দেন লেখক ও সনাক সভাপতি পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা প্রমুখ।

ভৈরবে প্রথম আলোর রজতজয়ন্তীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন ভৈরব বন্ধুসভার বন্ধু জান্নাতুল প্রীতি, অন্বেষা ও অর্পিতা
ছবি: প্রথম আলো

সত্য প্রকাশে পিছপা হয়নি

নানা প্রতিকূলতার মধ্যেও প্রথম আলো কখনো সত্য প্রকাশে পিছপা হয়নি। এ কারণে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে পত্রিকাটি। প্রথম আলো সব সময় বাংলাদেশের জয় দেখতে চায়। রজতজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ আশ্রয়ণ প্রকল্পে সুধী সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, সুজন সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা রবীন্দ্রনাথ অধিকারী, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী খান, মজনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন আশ্রয়ণ প্রকল্পের ৪৯৯ পরিবারকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

শেরপুর পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে আয়োজিত রজতজয়ন্তীর অনুষ্ঠানে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সুধাময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।

‘দেশবাসীর আয়না’

চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রীতিসম্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্রকে সমাজের আয়না বলা হয়। আর দেশের মানুষের আয়না হলো প্রথম আলো। পত্রিকাটি দেশপ্রেম ও দৃঢ়তা নিয়ে সত্য প্রকাশ করে যাচ্ছে। প্রথম আলো সে কাজটি নিয়মিত করে যাচ্ছে। প্রথম আলোর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি হামিদুল হক মুন্সি, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে অতিথিরা রজতজয়ন্তীর কেক কাটেন।

প্রথম আলোর রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা করেন বন্ধুসভার সদস্যরা
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজকর্মী সেলিম খান, বইমেলা পরিষদের উপদেষ্টা আতিক আহমেদ প্রমুখ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বন্ধুসভার সভাপ‌তি সাইফুল ইসলামসহ সদস্যরা বক্তব্য দেন। সভা শেষে শহীদ মিনার থেকে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]