জঙ্গির জবানবন্দিতে রাষ্ট্রপতির সামরিক সচিবের নাম

প্রথম আলো ২৫ বছর ধরে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে। পেয়েছে অগণিত পাঠকের অকুণ্ঠ প্রশংসা। এর অনেক প্রতিবেদন দুর্নীতির স্বরূপ উন্মোচন করেছে। আবার মানুষের জীবন বদলে দিয়েছে কোনো কোনোটি। এমন একটি প্রতিবেদনের চুম্বক অংশ তুলে আনা হলো এখানে।

২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারী জঙ্গিদের একজনের জবানবন্দিতে সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম এসেছে। গ্রেপ্তার হওয়া জঙ্গি মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন ঢাকায় যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে (জেআইসি) ও সিলেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ নাম প্রকাশ করেন। তখনকার লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা পরে মেজর জেনারেল এবং রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে নিযুক্ত হন। তাঁর নাম এহ্​তেশাম উল হক। জঙ্গি শাকিল পরে ২০০৮ সালে টিএফআই কেন্দ্রে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেন।

২০০১ সালের ২ অক্টোবর সিলেটের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং একই বছরের ১১ অক্টোবর ঢাকায় জেইসিতে প্রায় একই তথ্য দেন শাকিল।

প্রথম আলোর চার বছরের অনুসন্ধান ও মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ওই সময় হত্যার পরিকল্পনা করেছিল হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)। এ জন্য অন্তত দুই মাস আগে থেকে বাইরের জঙ্গিদের সিলেটে নিয়োজিত করা হয়। প্রথমে তাদের একজনকে সেখানে চাকরি দেওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়। জঙ্গি শাকিলের জবানবন্দিতে নাম আসা সেনা কর্মকর্তা এহ্​তেশাম উল হক চাকরি পাইয়ে দেওয়ার কাজটি করেন।

২০০১ সালের ২ অক্টোবর সিলেটের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং একই বছরের ১১ অক্টোবর ঢাকায় জেইসিতে প্রায় একই তথ্য দেন শাকিল। জবানবন্দিতে শাকিল সেনা কর্মকর্তা এহ্​তেশাম ও পুলিশ সদস্য নূরুল ইসলামের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা জানান।

আদালতের জবানবন্দিতে শাকিল বলেছেন, ‘ব্যবসার ফাঁকে ফাঁকে তাবলিগ জামাতে যেতাম। জামাত শেষে যাই ঢাকার রায়েরবাজার মসজিদে। এখানে পরিচয় হয় কর্নেল এহ্​তেশামের সঙ্গে।...মাঝে মাঝে তাঁর বাসায় যেতাম। তিনি সিলেট বিডিআরের সেক্টর কমান্ডার ছিলেন। সিলেট থেকে ঢাকায় গেলে তাঁর সঙ্গে দেখা হতো আমার। জুন মাসে (২০০১) তিনি আমাকে সিলেট আসতে বলেন মোবাইলে।...’

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, তদন্তে সেনা কর্মকর্তার নাম এড়ানো হয়।

প্রথম আলোতে এই প্রতিবেদন প্রকাশের সময় এহ্​তেশাম উল হক ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব। এরপর তাঁকে রংপুরে বদলি করা হয় এবং পরে অবসরে যান। সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (িবএনএম) নামে সদ্য আত্মপ্রকাশ করা একটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

প্রকাশ: ১১ অক্টোবর ২০০৯