প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমিতে উৎসবের আয়োজন করা হয়। আজকের এই উৎসব শুধুই পাঠকদের জন্য। সকাল থেকেই উৎসবস্থলে ভিড় করতে শুরু করেন পাঠকেরা। ছোটদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। পাশাপাশি তাদের জন্য রয়েছে রেলগাড়িসহ বিভিন্ন রাইডে চড়ার ব্যবস্থা। পাঠক উৎসবে চলছে প্রথম আলোর আলোকচিত্র প্রদর্শনীও। রয়েছে বিজ্ঞানচিন্তা, কিশোর আলোসহ প্রথম আলোর পাঠকপ্রিয় নানা প্রকাশনার স্টল।
১ / ১২
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর বাংলা একাডেমিতে পাঠক উৎসবছবি: সৈয়দ জাকির হোসেন
২ / ১২
অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন পাঠকেরাছবি: সৈয়দ জাকির হোসেন
৩ / ১২
স্টল ঘুরে দেখছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হকছবি: সৈয়দ জাকির হোসেন
৪ / ১২
কিশোর আলোর স্টলে পাঠকেরাছবি: সৈয়দ জাকির হোসেন
৫ / ১২
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরাছবি: সৈয়দ জাকির হোসেন
৬ / ১২
রং–তুলি হাতে ছবি আঁকতে ব্যস্ত কয়েকজন খুদে শিল্পীছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১২
ছবি আঁকায় মগ্ন খুদে শিল্পীদের একজনছবি: সৈয়দ জাকির হোসেন