অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ ২১–২৫ মার্চ: রেলমন্ত্রী
অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তবে কাউন্টারে গিয়ে সরাসরি টিকিট কেনা যাবে। আজ সোমবার সকালে রেলভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম বলেন, ‘২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত আমরা অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রাখব। তবে এই সময় ম্যানুয়ালি আমাদের ব্যবস্থাপনায় কাউন্টারে টিকিট বিক্রি করব। আগে আমরা পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করতাম, এই সময়ে সেটাও দেব না। কাউন্টার থেকে আজ ও আগামীকালের টিকিট দেব। এখানে কোনো কোটা বা আসন সংরক্ষণ থাকবে না।’