অনলাইনে রবীন্দ্র জন্মবার্ষিকী পালন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা
ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী পালন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। অনলাইনে ‘সীমার মাঝে অসীম তুমি…’ শিরোনামের এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ ও ডিন রেজওয়ানা চৌধুরী বন্যা।

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘সব সংগ্রামে রবীন্দ্রনাথ আমাদের সাহসের উৎস। তাঁর সাহস নিয়ে এগিয়ে যাক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।’

রবীন্দ্রনাথের শিক্ষানীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে পবিত্র সরকার বলেন, ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে রবীন্দ্রনাথ একটি আনন্দময় দেশীয় শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে এমন একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও আজকের এ আয়োজন আমাকে ভীষণ মুগ্ধ করেছে।’

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রবীন্দ্র শিক্ষাদর্শনে দীক্ষিত করে সোনার মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন এখন বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এ আয়োজন তারই সাক্ষ্য বহন করে। তিনি অনুষ্ঠানে একটি সংগীতও পরিবেশন করেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনে সঞ্জীবিত হয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিকল্পনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খান। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরামর্শক মোস্তফা কামাল মল্লিক এবং জনসংযোগ কর্মকর্তা সাদিয়া সুলতানা। অনুষ্ঠানটি চ্যানেল আই অনলাইন এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়।