আইইউবিতে উগ্রবাদবিরোধী সংলাপ অনুষ্ঠিত

সংলাপে উপস্থিত বক্তা ও অতিথিরা
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) যৌথ আয়োজনে ‘প্রিভেন্টিং ভায়োলেন্ট এক্সট্রিমিসম’ শিরোনামে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ।

গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি অডিটরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, জঙ্গিরা এখন সাইবার স্পেসকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে প্রচারণা চালাচ্ছে। সরকার এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সহিংস চরমপন্থা প্রতিরোধে তরুণেরাই সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করতে পারেস, তাই সিটিটিসি এ বিষয়ে তরুণদের সচেতন করতে সারা দেশে কাজ করছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির উপাচার্য তানভীর হাসান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন তৈয়েবুর রহমান, প্রক্টর মোহাম্মদ আনোয়ার, ইউএনডিপি বাংলাদেশের রবার্ট স্টোলম্যান, সিটিটিসির উপপুলিশ কমিশনার আবদুল মান্নান ও মুহাম্মাদ হাবিবুন নবী আনিসুর রশিদ, আইইউবির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার প্রমুখ।

সংলাপে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বক্তারা।