আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস
বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বুধবার বাংলাদেশেও উদ্যাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। বিভিন্ন সংগঠন দিনটি উদ্যাপন করছে।
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’—এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনটি উদ্যাপন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সোয়া নয়টায় সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা, বেলা ১১টায় প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা। সন্ধ্যা ছয়টায় শাহবাগ শিশুপার্কে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এ উপলক্ষে আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে মানববন্ধন করবে টিআইবি। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ছাড়াও টিআইবির অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য এবং সমমনা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।