আজ জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড

করোনা প্রতিবন্ধকতায় গত দুই বছর জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজন করতে হয়েছে অনলাইনে। এ সময় শিক্ষার্থীরা কম্পিউটার ও স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগের মতো দল বেঁধে আনন্দ-উচ্ছ্বাসে অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড ২০২২’। সকাল নয়টায় অলিম্পিয়াডের উদ্বোধন করবেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লরেন্স সুবল রোজারিও, সিএসসি।

এবার ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিতে অনলাইনে ১০ হাজার ৭৮০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তাদের অনলাইনে বাছাই অলিম্পিয়াড ও আঞ্চলিক অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে। অনলাইন ও আঞ্চলিক অলিম্পিয়াডের বিজয়ী ৯৬০ জন শিক্ষার্থী এ বছরের জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ফিজিক্স অলিম্পিয়াডে পরীক্ষা পর্ব ছাড়াও রয়েছে দিনব্যাপী নানা আয়োজন।

উত্সবে খুদে পদার্থবিদদের উত্সাহ জোগাতে উপস্থিত থাকবেন ফিজিক্স অলিম্পিয়াড কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, উইমেন্স ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ইয়াসমিন হক, র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ফেরদৌসী কাদরী, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমসহ দেশবরেণ্য পদার্থবিদ, গণিতবিদ, বিজ্ঞানী ও গবেষকেরা।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এই অলিম্পিয়াডের আয়োজন করে।