আন্তর্জাতিক নিলামে বিক্রি হলো শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ
ছবি: সৌজন্যে আর্টকন

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চারটি চিত্রকর্ম আন্তর্জাতিক নিলাম প্ল্যাটফর্ম সওদায়  বিক্রি হয়েছে। সওদা প্রিয়র একটি অঙ্গপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার সওদার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

গত ১৮ আগস্ট এ চিত্রকর্মগুলো সওদার ওয়েবসাইটে নিলামে তোলা হয়। সবগুলো চিত্রকর্মই ১১ অক্টোবর নিলামে বিক্রি হয়ে যায়। নিলামের নিয়ম অনুসারে সর্বোচ্চ বিডকারী চিত্রকর্মগুলোর নিলাম জিতে নিয়েছেন। ‘রান’, ‘হর্স’, ‘ফ্রিডম’ ও ‘হর্সেস’ নামের এ চারটি চিত্রকর্ম প্রতিটি দেড় লাখ টাকায় শেষ হয়।

গত ২৫ আগস্ট একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনলাইন নিলামগুলো উদ্বোধন হয়। ফ্রান্স থেকে সেখানে যোগ দিয়ে নিলামে তাঁর চিত্রকর্ম বিক্রির ব্যাপারে আশা প্রকাশ করেন শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এই ধরনের নিলামের মাধ্যমে বাংলাদেশের মর্যাদাকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে আমাদের। আন্তর্জাতিক সমাজের কাছে বাংলাদেশের শিল্প এবং ইতিহাস তুলে ধরতে এই ধরনের নিলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তাঁর ছবি দিয়ে যে বাংলাদেশে প্রথম নিলাম হয়, সে কথাও স্মরণ করিয়ে দেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ জোগাড় করতে সে নিলামের আয়োজন করা হয়েছিল।

প্রিয়’র প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন বলেন, অনলাইনে নিলাম উন্নত বিশ্বে চালু থাকলেও বাংলাদেশে এই প্রথম। যদিও সওদা পরিচালিত হচ্ছে বাংলাদেশ থেকে, কিন্তু এটা একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে পৃথবীর যে কেউ বিড করে পণ্য কিনতে পারে। নিলামে পণ্য বিক্রির সবচে বড় সুযোগ হলো, এর মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলা ধরা যায়।

সওদার হেড অব মার্কেটিং নাজমুস সাকিব বলেন, ‘আমাদের প্রথমিক উদ্দেশ্য ছিল শিল্পী এবং তাঁর শিল্পকর্মকে যথাযথ মর্যাদা দেওয়া। শিল্প ও শিল্পমনা মানুষদের জন্য আমরা একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছি। শিল্পী শাহাবুদ্দীন আহমেদের চিত্রকর্মগুলো আমাদের মাধ্যমে বিক্রি হওয়া এক বিশাল অর্জন।’