আবারও এনসিটিবির চেয়ারম্যান ফরহাদুল ইসলাম
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো.ফরহাদুল ইসলাম। অবসরোত্তর ছুটিতে যাওয়া বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। অবসরোত্তর ছুটি এবং এ–সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি অধ্যাপক মো. ফরহাদুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। কিন্তু কিছুদিন পরেই তিনি অবসরোত্তর ছুটিতে যান। বেশ কিছুদিন পর আবারও তাঁকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষার বিভিন্ন দপ্তরের মধ্যে এনসিটিবি গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এনসিটিবির মাধ্যমেই সারা দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়ন করা হয়। আর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যের বইও দেওয়া হয় এ সংস্থার মাধ্যমে।