আবাসিক গৃহশ্রমিকের ৩৮ শতাংশই শিশু
গৃহকর্মে নিযুক্ত আবাসিক শ্রমিকদের ৩৮ দশমিক ৬ শতাংশই শিশু (১৮ বছরের নিচে)। আবার এসব শিশুর অর্ধেকই কোনো না কোনো ধরনের নিপীড়নের শিকার। বেসরকারি একটি প্রতিষ্ঠানের গবেষণায় এই চিত্র এসেছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এই প্রতিবেদন প্রকাশ করে। তাদের সমীক্ষার বিষয় ছিল, ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন নিরীক্ষা এবং উত্তরণের উপায়।’
প্রতিষ্ঠানটি বলছে, ৬ দশমিক ১৪ শতাংশ আবাসিক এবং শূন্য দশমিক ৫৮ শতাংশ অনাবাসিক গৃহশ্রমিক যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তবে গবেষণায় অংশ নেওয়া বাকি গৃহশ্রমিকেরা যৌন নির্যাতনের বিষয়ে কথা বলতে আগ্রহী হননি। আবার যাঁরা কথা বলেছেন, তারাও যে খুব বেশি আগ্রহের সঙ্গে যৌন নির্যাতনের বিষয়ে কথা বলেছেন তা–ও নয়।
ঢাকা শহরের ২৮৭ জন নারী গৃহশ্রমিকের ওপর এই সমীক্ষা পরিচালনা করা হয়েছে। এতে দেখা গেছে, আবাসিক গৃহশ্রমিকদের ১৩ দশমিক ৬ শতাংশ কোনো মজুরি পান না, তারা শুধু থাকা ও খাওয়ার বিনিময়ে শ্রম দিয়ে থাকেন। ৬৪ শতাংশ গৃহকর্মী কোনো সাপ্তাহিক বা মাসিক ছুটি পান না বলে সমীক্ষায় দেখা গেছে।