আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফাইল ছবি: প্রথম আলো

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে এবারের হজ মৌসুমে হজ করতে গিয়ে ছয় বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে। সদ্য মারা যাওয়া দুজন হলেন আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)।

আবদুল জলিল খানের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ থানায়। সৌদি আরবের মদিনায় বাংলাদেশ হজ অফিসের উপসচিবের স্বাক্ষর করা এক চিঠি থেকে জানা যায়, ২১ জুন মদিনার স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটের দিকে আবদুল জলিল খান মসজিদুল নববীর ৩৮ নম্বর গেটের কাছাকাছি রিয়াজুল জান্নাহতে প্রবেশের সময় মৃত্যুবরণ করেন।

হজ অফিস জানিয়েছে, বিউটি বেগমের বাসা রাজধানীর কোতোয়ালি থানার পাটুয়াটুলী লেনে। গতকাল মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে তিনি মদিনার আল-মুনাওয়ারায় কিং ফাহাদ হাসপাতালে ইন্তেকাল করেন।

৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।