আহতদের চোখের চিকিৎসা দিতে চট্টগ্রামে আসছেন অধ্যাপক দীন মোহাম্মদ

সীতাকুণ্ড বিস্ফোরণে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
ফাইল ছবি: প্রথম আলো

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আহত রোগীদের চিকিৎসা দিতে চক্ষু চিকিৎসক অধ্যাপক দীন মোহাম্মদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল কাল মঙ্গলবার চট্টগ্রাম আসছে।

সীতাকুণ্ডে আহত ব্যক্তিদের বেশির ভাগই পুড়ে যাওয়া, কাটাছেঁড়ার পাশাপাশি চক্ষুসংক্রান্ত জটিলতায় ভুগছেন। তাঁদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষজ্ঞ দল চট্টগ্রাম আসছে বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া বলেন, বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে আহত রোগীদের সুচিকিৎসা দেওয়া দরকার। সে জন্য তাঁদের চিকিৎসা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অধ্যাপক দীন মোহাম্মদ চট্টগ্রাম যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক দীন মোহাম্মদ। সোমবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল আসছি চট্টগ্রামে। সঙ্গে বিশেষজ্ঞ দল থাকবে। সরাসরি হাসপাতালে গিয়ে রোগী দেখব।’