আহবায়কের বিরুদ্ধে এন্তার অভিযোগ

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বিভিন্ন উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। কমিটি ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে বঞ্চিত নেতারা মিছিল ও পাল্টা কমিটি গঠন করছেন। কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বঞ্চিত নেতারা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আফজাল এইচ খানের কুশপুত্তলিকা দাহ, তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেছেন।দলীয় সূত্রে জানা যায়, গত দুই মাসে উত্তর ময়মনসিংহের নান্দাইল, ঈশ্বরগঞ্জ, ধোবাউড়া, ফুলপুর, গৌরিপুর ও হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন আফজাল এইচ খান। ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে বঞ্চিত নেতারা এলাকায় বিক্ষোভ মিছিল, পাল্টা কমিটি গঠন করেছেন। বঞ্চিতদের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার নেতাদের সঙ্গে আলোচনা না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটি গঠন করে দলে বিভক্তির রাস্তা উন্মোচন করেছেন আফজাল এইচ খান।হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নিজের নাম রেখে আফজাল এইচ খান গত ২৫ সেপ্টেম্বর ৫১ সদস্যের কমিটির পরিচিতি সভা আহ্বান করেনকোর্ট বিল্ডিং চত্বরে। কিন্তু কমিটি প্রত্যাখ্যান করে বঞ্চিতরা মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে আফজাল এইচ খানকে অবাঞ্ছিত ঘোষণা ও তাঁর কুশপুত্তলিকা দাহ করেন। গত ২৭ অক্টোবর দলীয় কার্যালয়ে উপজেলার সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আফজাল এইচ খানের কমিটি প্রত্যাখ্যান করে দলের সাবেক সাধারণ সম্পাদক শহর আলীকে আহ্বায়ক করে ১০১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করা হয়।গৌরিপুর উপজেলার পৌর আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে আফজাল এইচ খান তাঁর মামাতো ভাই মাহাবুবুল আলমের নাম ঘোষণা করলে ২৯ সেপ্টেম্বর সদরের ধান বাজারে বঞ্চিত নেতারা মিছিল করেন। এ সময় তাঁরা আফজাল এইচ খানকে অবাঞ্ছিত ঘোষণা ও তাঁর কুশপুত্তলিকা দাহ করেন। নান্দাইল উপজেলা বিএনপির কমিটিতে সৌদি প্রবাসী রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ১ অক্টোবর ও পৌর বিএনপির কমিটিতে দীপক চন্দ্র রায়কে আহ্বায়ক করে ১৫ সেপ্টেম্বর আফজাল এইচ খান কমিটি ঘোষণা করেন। বঞ্চিত নেতারা এই কমিটি প্রত্যাখ্যান করে ৪ অক্টোবর উপজেলার বিভিন্ন স্থানে আফজাল এইচ খানের কুশপুত্তলিকা দাহ করেন। পরে তাঁরা যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমানের কাছে পৃথক দুটি কমিটি জমা দিয়ে তা অনুমোদন করিয়ে নেন।আফজাল এইচ খান ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে গত ১০ সেপ্টেম্বর ফজলুল হকের নাম ঘোষণা করে কমিটি গঠন করেন। নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা না করে কমিটি গঠনের অভিযোগ এনে বঞ্চিত নেতারা ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে মফিজ উদ্দিনকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করেন।এসব বিষয়ে আফজাল এইচ খান বলেন, ‘আমি সবার সঙ্গে একাধিকবার আলোচনা করে কমিটি গঠন করেছি। আর পাল্টা কমিটি বলতে কিছু নেই। নান্দাইল, গৌরিপুর ও ফুলপুর থেকে আমার বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ করা হয়েছে। আমি কেন্দ্রীয় একাধিক যুগ্ম মহাসচিবের দ্বিধান্বিত অবস্থানের বিষয়টি মহাসচিবকে জানিয়েছি।’