আয়েশা মেমোরিয়াল এখন ইউনিভার্সেল মেডিকেল
আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এখন থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে। রাজধানীর রাওয়া কনভেনশন হলে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে হাসপাতালটির নতুন নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। পরে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হলেও ২০০৪ সালে তাঁদের কাছে এর মালিকানা পরিবর্তন হয়। দীর্ঘ ১২ বছর ধরে নিবিড় স্বাস্থ্যসেবা দিয়ে চিকিৎসা ক্ষেত্রে এই হাসপাতালটি নিজের সুস্পষ্ট একটা অবস্থান তৈরি করেছে। নতুন করে শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে চিকিৎসক তৈরি করা ছাড়াও স্বাস্থ্যসেবিকা তৈরির লক্ষ্যে গড়ে তোলা হবে ইউনিভার্সেল নার্সিং ইনস্টিটিউট।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিশ্বমানের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞানের সর্বাধুনিক যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে হেমোডায়ালাইসিস এবং রোগী পরিবহনের জন্য অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স ও আইসিইউ হেলিকপ্টার।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হাসপাতালের পরামর্শক চিকিৎসক এ বি এম সাইদ হোসেন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন।