ইংলিশ মিডিয়ামে অনলাইনেও ক্লাস চালু রাখার দাবি

‘বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস’ নামে অভিভাবকদের একটি সংগঠন আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছবি: প্রথম আলো

সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাস চালু রাখার দাবি জানিয়েছেন ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবকেরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অভিভাবকেরা।

‘বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস’ নামে অভিভাবকদের একটি সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা বলেন, স্কুলে সশরীর ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে যেন সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভ্যাকসিন কার্ড বা টিকা কার্ড স্কুল কর্তৃপক্ষ জমা নেয়। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে শিক্ষা মন্ত্রণালয়কে কঠোর নজরদারি রাখতে হবে স্কুলগুলোয়।
সংগঠনের আহ্বায়ক আফরোজা আক্তার বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় যৌক্তিক টিউশন ফি নির্ধারণ করতে হবে। শুধু টাকার জন্য যেন কেউ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। স্কুল পরিচালনায় নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের নিয়ে সম্মিলিত স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে।

আফরোজা আক্তার বলেন, ‘পরিবারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই শিশুদের। তাই আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানেও যেন শিশুরা সবচেয়ে বেশি গুরুত্ব পায়।’

অভিভাবকনেতা আফরোজা আক্তার বলেন, ‘শিশুদের আমরা যে টিকা দেওয়ার পরিকল্পনা নেব, তা যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী হয়। সেটা যেন অবশ্যই বাংলাদেশের পরিবেশ উপযোগী হয় এবং টিকা দেওয়ার আগে যেন একাধিক গবেষণা ও পরীক্ষা পরিচালনা করা হয়।’