ইউক্রেনে জাহাজে থাকা ২৮ বাংলাদেশি নাবিককে ফেরানোর চেষ্টা চলছে: বিএসসি

হামলায় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে আগুন লেগে যায়
ছবি: সংগৃহীত

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলার পর ২৮ নাবিককে নিরাপদে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক পীযূষ দত্ত প্রথম আলোকে এ তথ্য জানান।

পীযূষ দত্ত বলেন, ‘আমাদের নাবিকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে ফিরিয়ে আনাই প্রথম লক্ষ্য। নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা এ ব্যাপারে কাজ করছে।’

বিএসসি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এ সংস্থার সাধারণ পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৩ ফেব্রুয়ারি থেকে সেখানে রয়েছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

গতকাল বুধবার এমভি বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাতে এক বাংলাদেশি নাবিক নিহত হয়েছেন। ওই নাবিকের নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।

আরও পড়ুন