ইটনায় ২০টি যৌতুকবিহীন বিয়ে

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল বুধবার ২০টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। বেসরকারি সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায় দাতা সংস্থা মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অর্থায়নে এ বিয়ের আয়োজন করা হয়।ইটনা উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন ঈদগাহ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ গণবিয়েতে সভাপতিত্ব করেন খায়রুল ইসলাম ঠাকুর। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শাহ কামাল।৪০টি অসহায় পরিবারের ২০ জন পুরুষ ও ২০ জন মহিলাকে এ সময় বিয়ে পড়ানো হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে প্রত্যেক দম্পতিকে একটি গরু, একটি সেলাই মেশিন, বর-কনের সাজসরঞ্জাম, লেপ-তোশক, হাঁড়ি-পাতিলসহ আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়া হয়।এ বিয়েতে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদাত হোসেন, ইসলাহুল মুসলিমিন পরিষদের নির্বাহী পরিচালক এম নাজিমুদ্দীন মোকাররম প্রমুখ।প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহ কামাল বলেন, দেশে কিছু কিছু সংস্থা ও প্রতিষ্ঠান কন্যাদায়গ্রস্ত মা-বাবাকে কন্যাদায় থেকে মুক্তি দিতে কাজ করে যাচ্ছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আগামী দিনে এ ধরনের সমাজসেবামূলক কাজে আরও অগ্রণী ভূমিকা পালন করার জন্য ইসলাহুল মুসলিমিন পরিষদের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।