ইটভাটার চিমনি ধসে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইটভাটার চিমনি ধসে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত শ্রমিক।‌ রোববার সন্ধ্যার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মদিনা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
দুই ভাই বেলাল হোসেন (৩২) ও ফারুক হোসেন (২০) ঘটনাস্থলেই মারা যান।

হাসপাতালে নেওয়ার পর মারা যান রাকিব হোসেন (২৩)। তাঁরা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইটভাটার উঁচু চিমনি ধসে পড়ে। এ সময় কর্মরত বেলাল, ফারুকসহ ১০ শ্রমিক চিমনির নিচে চাপা পড়েন। বেলাল ও ফারুক ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহগুলো আনার সময় শ্রমিকেরা ভাটার মালিকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ বন্ধ করেন শ্রমিকেরা। দুর্ঘটনার পরপরই ভাটার মালিক আমির হোসেন পালিয়ে গেছেন।

রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক, ইউএনওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।